সড়ক দুর্ঘটনায় বিপিএটিসির কর্মকর্তা নিহত,মানববন্ধন করে বিচার দাবি

Spread the love

স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সহকারী প্রোগ্রামার মো. রুস্তম রাব্বানী নিহতের ঘটনায় দোষী বাস চালকের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে, এ ঘটনায় বিপিএটিসির স্টেট অফিসার আজিজুল হাকিম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এসময় মানববন্ধনে উপস্থিত বিপিএটিসির সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, ‘দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মো. রুস্তম রাব্বানী আজ সকালে (মঙ্গলবার) মারা যান। এ ঘটনায় বিপিএটিসি পরিবার মর্মাহত। সারাদেশে যেসব সড়ক দুর্ঘটনা ঘটছে, তাতে মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছেন এবং পঙ্গু হচ্ছেন। এসব ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন। আমরা সড়ক দুর্ঘটনারোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও রুস্তম রাব্বানী হত্যাকাণ্ডের জন্য দায়ীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাই।’

বিপিএটিসি কর্মচারী ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ‘রুস্তম রাব্বানী আমাদের প্রতিষ্ঠানের একজন দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন এবং মানুষ হিসেবেও অত্যন্ত ভালো মনের অধিকারী ছিলেন। তার এমন অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। তার পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তার দুজন ছোট কন্যা সন্তানও রয়েছে। তাই আমি দোষী বাস চালকের শাস্তির পাশাপাশি বাস কর্তৃপক্ষের কাছে নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি করছি। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের সামনের সড়কে সড়ক গতিরোধক স্থাপন করার দাবি জানাই।’

গত রোববার (৫ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি ৩নং গেইটের সামনে সড়ক পারাপারের সময় পেছন দিক থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন রুস্তম রাব্বানী। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় বিপিএটিসির স্টেট অফিসার আজিজুল হাকিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
en_USEnglish