স্টাফ রিপোর্টার: সাভারে দেওগাঁও মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই প্রতিদ্বন্দ্বী দল চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে। উত্তেজনায় ভরা এই ম্যাচটি উপভোগ করেছে কয়েক’শ দর্শক।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।ফাইনালে র্যাভেঞ্জ নেশন ফুটবল টিম রাজাশন ব্রাদার্স ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
তিনি চ্যাম্পিয়ন দল র্যাভেঞ্জ নেশন ফুটবল টিম ও রানারআপ রাজাশন ব্রাদার্স ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ শাহীন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিন হোসেন।
এসময় দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু টুর্নামেন্ট আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা তুলে ধরেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করা হবে।
অনুষ্ঠান শেষে স্থানীয় দর্শকরা খেলার আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজনের আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ ওমর আলী, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মজিবুর রহমান,আমেরিকান প্রবাসী হেমন্ত এফ পালমা প্রমূখ।