স্টাফ রিপোর্টার: সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ৩ ছাত্র জনতা হত্যা মামলাসহ ডজন মামলার আসামি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আজিজ ভাকুর্তা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল আজিজের বিরুদ্ধে সাভার ও কেরানীগঞ্জসহ বিভিন্ন থানায় তিনটি ছাত্র হত্যা, ডাকাতি,ছিনতাইসহ গুরুতর অপরাধের মামলা রয়েছে। তিনি একাধিকবার বিভিন্ন জেলে হাজতবাস করেছেন। তবে প্রতিবারই জামিন পেয়ে মুক্ত হয়ে আবার অপরাধ জগতে ফিরে যান। সাভার মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “আব্দুল আজিজ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে ছাত্র জনতা হত্যার ৩টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।