
স্টাফ রিপোর্টার: সাভারের হাজী হাতেম আলী উচ্চবিদ্যালয় এবং রাজমহল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সাভার পৌরসভার খাসমহল এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উচ্ছ্বাসে মুখরিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী রানা শহীদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান নুরানি।
ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, উচ্চ লাফসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন।
প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে অংশগ্রহণ তাদের জীবনকে সমৃদ্ধ করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা নিজেদের মেধা ও শারীরিক দক্ষতার পরিচয় দেওয়ার সুযোগ পায়।”
বিশেষ অতিথি মেহেদী রানা শহীদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ক্রীড়া মনকে সতেজ রাখে এবং শৃঙ্খলাবোধ শেখায়। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।”
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে ।
Leave a Reply