সাভারে খোলস পাল্টে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে 

Spread the love

স্টাফ রিপোর্টার: সাভার সরকারি কলেজে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে একদল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী। তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সাভার সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের কাছে পরিচয় আড়াল করে তাদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আমিন খান। পরে সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে তার নেতৃত্বে এই কর্মসূচি প্রত্যাহার করে বলে জানাযায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আমিন খান নামের এক ছাত্রলীগ নেতা, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তার নেতৃত্বে এখন শিক্ষার্থীদের আড়ালে থেকে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছেন। আমিন খান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের  সক্রিয় কর্মী ছিলেন । তিনি সাবেক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও সাভার থানা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক রাজিবের আস্থাভাজন হিসাবে পরিচিত ছিলেন। যা তিনি ওই সময়ে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান দিতেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এসব ব্যক্তিরা কলেজের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করার এ ধরনের অপপ্রয়াস শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। তাই যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। কেউ অপরাধ করে পার পাবেনা।  তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial