
স্টাফ রিপোর্টার: সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করার পর ছেড়ে দিয়েছে সাভার মডেল থানা পুলিশ।যার মামলা নং-১৫।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম তাকে আটক করেন। তবে কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
মামলার বাদী নজরুল ইসলাম অভিযোগ করেন, চাঁদাবাজির মামলায় নাম থাকা সত্ত্বেও সাদ্দামকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে, যা আইনের লঙ্ঘন।
তবে আটকের পরপরই ভাকুর্তা ফাঁড়ির এসআই সাইফুল নিউ নেশন-কে বলেন, সাদ্দাম নামের আসামিকে আটক করা হয়েছে,থানায় নিয়ে আসবো গাড়ির জন্য অপেক্ষা করছি।
তার কিছুক্ষণ পর এ বিষয়ে জানতে চাইলে এসআই সাইফুল ইসলাম বলেন, “সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছিল, তবে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।” মামলার এজাহারভুক্ত আসামিকে কেন ছেড়ে দেওয়া হলো, এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি ফোন কেটে দেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছিল। তবে থানায় না এনে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
এবিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, পুলিশ এধরণের কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজাহার ভুক্ত আসামিকে ছাড়ার কোনো নিয়ম নাই বলেও তিনি জানান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
Leave a Reply