
স্টাফ রিপোর্টার:”ক্রীড়ার মাধ্যমে তৈরি হোক একতা ও বন্ধন” এই স্লোগানকে সামনে রেখে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড রাজাশন কিন্ডারগার্টেন আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সারাদিন সাভার পৌরসভার রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৮নং ওয়ার্ড কিন্ডারগার্টেন এ্যসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯;এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন, সাভার থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ মো. দেলোয়ার হোসেন, হাজী মো. ফজলুল হক, ৮নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদী রানা শহীদ, সাভার পৌর বিএনপি নেতা মোশারফ হোসেন মোল্লা, সাভার পৌর যুবদল নেতা মো. সোহেল মিয়া,মোঃ আবদুল আজিজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে রাজাশনের মোট ২১ টি স্কুল বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন করে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Leave a Reply