স্টাফ রিপোর্টার: সাভারের বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮নভেম্বর) সকালে সাভারের বনগাঁও এলাকার গান্ধারিয়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে বেশ কয়েকজন বক্তারা এ অপপ্রচারের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, গান্ধারিয়ার আদি বাসিন্দা ব্যবসায়ি আবদুল হাকিম স্থানীয়ভাবে পরোপকারি ও সমাজসেবক হিসেবে পরিচিত।
তার বিরুদ্ধে কতিপয় অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে ক্রমান্বয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অপপ্রচারের অংশ হিসেবে মহলটি নানা কৌশল গ্রহন করে। তারা সংবাদ কর্মীদের নিকট মিথ্যা তথ্য দিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে।
মানববন্ধন থেকে আরও অভিযোগ করা হয় যাদের গান্ধারিয়া এলাকায় জমি নেই তারা কেউ কেউ দাবি করছেন তাদের জমি বেদখল হয়েছে। লেক সিটি তাদের জমির দখল নিয়েছে। প্রকৃত পক্ষে লেক সিটি কারও জমি দখল করে না। বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি প্লট আকারে বিক্রয় করছে। যারা অপ প্রচারে লিপ্ত তারা সুবিধা না পেয়ে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে এমন কর্মকান্ডে লিপ্ত হয়েছে।
মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী পুরুষসহ সমাজের নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে।