স্টাফ রিপোর্টার: অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সাভারে পালিত হলো জুলাই গ্যালারি প্রদর্শনী ,বিজ্ঞান মেলা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫।
শনিবার (১৯ এপ্রিল) সকালে সাভার থানা রোড মামুন পার্টি প্যালেস ও কমিউনিটি সেন্টারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো জুলাই গ্যালারি প্রদর্শনী ,বিজ্ঞান মেলা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মো. সাইফুল ইসলাম রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর মিয়া মো. নুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটির স্কলার মুহাম্মদ ইউসুফ আল-মাক্কি, জাবাল-ই-নূর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জাবাল-ই-নূর ফাউন্ডেশন আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ এবং সনদ প্রদান করা হয়।
Leave a Reply