স্টাফ রিপোর্টার:ঢাকার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় এক বেসরকারি টেলিভিশনের চিত্র সাংবাদিক মো. উজ্জ্বল হোসেন (৪২)-এর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার একটি মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সাংবাদিক মো. উজ্জ্বল হোসেন সাভারের উত্তর চাপাইন এলাকার লালটেক গ্রামের বাসিন্দা। তিনি ৭১ টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন।
হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন—উত্তর চাপাইন এলাকার ওহাব হাজী (৬০), তার ছেলে সাদ্দাম (৩৫), অতনু (২৫), হৃদয় (২০), মৃত মোস্তফার ছেলে ইমন (২৫), রবির ছেলে মিনহাজ (২২), জাহিদের ছেলে অন্তর (২১), আরোত আলীর ছেলে সাইমন (২০), সাব্বির (২২), জনি (২০) ও মুসা (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন। শুক্রবার তিনি আবারও এসব বিষয়ে প্রতিবাদ জানান, যার ফলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জেরে শনিবার সকালে তিনি সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় থেকেই অভিযুক্তরা নানা অপরাধে জড়িত। সরকার পরিবর্তন হলেও তাদের অপকর্মে কোনো বিরতি আসেনি। আমি কেবল তাদের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, সে কারণেই তারা আমাকে মারাত্মকভাবে আঘাত করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সাংবাদিক উজ্জ্বলের অবস্থা বর্তমানে স্থিতিশীল। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”















Leave a Reply