স্টাফ রিপোর্টার:প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ পরিপত্রে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (ফোকা) এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতুর নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় সাভারের ৩০টি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর কয়েক হাজার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এই মানববন্ধনে অংশ নেন, যা বেসরকারি শিক্ষা খাতের সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে।
মানববন্ধন থেকে ফোকা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু বলেন, “এই বৈষম্যমূলক সিদ্ধান্ত লক্ষ লক্ষ শিক্ষার্থীর মনোবল ভেঙে দেবে এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিভাজন সৃষ্টি করবে, যা জাতীয় শিক্ষানীতির সঙ্গে সাংঘর্ষিক।”
মানববন্ধনে সাভার-আশুলিয়ার সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু একাত্মতা প্রকাশ করে বলেন, “সরকারের এই সিদ্ধান্ত শিক্ষার সাম্য নীতির পরিপন্থী। অতিদ্রুত কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”
এ সময় বক্তব্য রাখেন ফোকার উপদেষ্টা রফিকুল ইসলাম, নুরুজ্জামান তালুকদার, লুৎফর রহমান মোল্লা, লিংকন মাহমুদ, তাজউদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস-চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, ভাইস-চেয়ারম্যান লুৎফর রহমান খাঁন, মনির হোসেনসহ আরও অনেকে।
মানববন্ধনে নেতৃবৃন্দ স্পষ্ট বার্তা দেন, “শিক্ষা সবার অধিকার। বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিতে হবে।” তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
Leave a Reply