স্টাফ রিপোর্টার:সাভারের কলমা ওয়াজ আলী মডেল স্কুল তাদের গৌরবময় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন স্কুলের দাতা সদস্য হাজী মো. শাজাহান মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ তৈরির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “কলমা ওয়াজ আলী মডেল স্কুল দীর্ঘ ২৫ বছরে শিক্ষার প্রসারে যে অবদান রেখেছে, তা প্রশংসার দাবিদার। আশা করি, ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান আরো সাফল্যের পথে এগিয়ে যাবে।”
সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অতিথিদের মিলনে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং শিক্ষকদের সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ মাদবর, জেলা যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাভার কলেজ শাখা ছাত্রদল নেতা আহমেদ ফয়সাল প্রমুখ।