সাভার প্রতিনিধি: প্রয়োজনে জীবন দেব তবুও জমি দেব না, আদালতের বৈষম্য মূলক রায় মানি না মানবো না, এই স্লোগানে ভুক্তভোগী বাসিন্দারা মানববন্ধন করেছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের প্রায় চার হাজার বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই মানববন্ধন করেছে। এ সময় তারা জানান, আমরা দীর্ঘদিন যাবৎ জমি ক্রয় করে এখানে বসবাস করছি, জমির কাগজপত্র সকল কিছু ঠিকঠাক থাকার পরেও আমরা জমির খাজনা পরিশোধ ও মিউটেশন করতে পারতেছি না, আমাদের গ্যাস ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে, বেলা ও রাজউকের সমন্নয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদেরকে উৎখাত করার চেষ্টা করছে, আমরা প্রয়োজনে জীবন দেব তবুও আমরা আমাদের এই জমিটি ছাড়তে পারবো না।
এ বিষয়ে হারুনুর রশিদ নামে এক বাসিন্দা জানায়, আমি দীর্ঘ কয়েক বছর দেশের বাইরে কাজ করে অনেক ডলার বাংলাদেশে পাঠিয়েছি, আজকে আমি একজন প্রবাসী আমার বাড়িঘর উৎখাত করা হবে, রোহিঙ্গারা এ দেশে বসবাস করছে, আমরা কি দোষ করলাম, আমাদের একটাই দাবি বৈষম্য মূলক রায় বাতিল করে আমাদের নাগরিক সকল সুবিধা প্রদান করা হোক। অন্যথায় আমরা সকলে আরো কঠোর কর্মসূচির মাধ্যমে আমাদের শেষ সম্বল রক্ষা করতে জীবন দিয়ে হলেও চেষ্টা করব।
মধুমতি হাউজিং সোসাটির সভাপতি মোশারফ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এখানে পরিবার নিয়ে বসবাস করছি আমাদের সকল সঞ্চয় এখানে রয়েছে, এখন আদালত বৈষম্যমূলক রায়ের মাধ্যমে আমাদের এখান থেকে উৎখাত করার ব্যবস্থা করেছে। তারা বলছে এখানে বাড়িঘর ও স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এটি সম্পূর্ণ ভুল, তারা আশেপাশে অন্যান্য হাউজিংয়ের সকল কার্যক্রমের বৈধতা দিলেও আমাদের অবৈধ বলে ঘোষণা করার চেষ্টা করছে,আমরা অবিলম্বে এই রায়ের পরিবর্তন চাই অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।