ড্রেন নির্মাণে বাঁধা দেওয়ায় স্বপনকে পেটালেন আরিফ চেয়ারম্যানের লোকজন

Spread the love

স্টাফ রিপোর্টার: সাভার সদর ইউনিয়নে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে একতরফা হামলার ঘটনায় স্বপন মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত স্বপন আলীর অভিযোগ,একটা পরিবারের জন্য গাছ কেটে জমি কেটে,গাছের শিকড় কেটে আমার জমির ওপর দিয়ে ড্রেন করে নিতেছে। চেয়ারম্যান আরিফ আমাকে বলে,”এটা সরকারি কাজ, তুই বাঁধা দেওয়ার কে? তখন আমি কাগজপত্র দেখতে চাইলে সে আমার ওপর আরও চড়াও হয়। একপর্যায়ে আমি বললাম-এটা সরকারি কাজ হইলে আমি গাছ কেটে দিবো, সহযোগীতা করবো, কোনো বাঁধা দিবো না।।”

স্বপন এ প্রতিবেদককে আরও অভিযোগ করে বলেন, কাগজ দেখতে চাওয়ায় আরিফ চেয়ারম্যান আমাকে হুমকি দিয়ে বলে-আমি ড্রেন করবো,তুই যদি ওইখানে যাস,বাধা দেস, তাহলে বাড়ই-মারই পাও-পৌ ভাঙ্গে ফালামু। তখন আমি তাকে বলি ভাই; এটা আমার বাব-দাদার জায়গা! আমার বাব-দাদার জায়গার ওপর দিয়ে যদি ড্রেন না নিতে দেই তাহলে কেউ নিতে পারবো না। সরকারি কাজ হইতো, কোনো সমস্যা হতো না,বাঁধা দিতাম না। এটা বেসরকারি কাজ,এটা আমি নিতে দিমু না। এধরণের কথা বলার পর উনি চলে গিয়ে ৩/৪ জনকে পাঠায় দিছে। চেয়ারম্যানের ড্রাইভার ও তার চাচাতো ভাইয়েরা আইসেই আমারে পাইপ দিয়ে বাড়োইছে।

অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ মাদবর দাবি করেছেন,”সরকারি রাস্তার যে জায়গায় ড্রেন করতেছি,স্বপন সে জায়গায় ড্রেন করতে দিবে না। এই জায়গাতো সরকারের তুমি বাঁধা দেও কেন? গতকাল-কে(২৩সেপ্টেম্বর) কাজ ধরছি,সে কাজ বন্ধ করে দিছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তবে স্বপনের ওপর আপনি ও আপনার লোকজন হামলা করেছেন প্রশ্নের জবাবে তিনি জানান, এটা মিথ্যা, আমি ড্রেন করতে দিবো না(স্বপন), এমন তর্কাতর্কি হইছে। আমি ড্রেন করবো,তুই ঠেকাস।ওইখানে লোকজন ছিলো, তারা আমাকে বলে-ভাই যানগা,আমি চলে গেছি,পরিষদে কাজ করছি। আমার বাড়ীর সামনের ঘটনা। আমার সাথে তর্কাতর্কির খবর পেয়ে ছোট ভাই পরে গিয়ে বলছে-চেয়ারম্যানের সাথে কি হইছে? একপর্যায়ে ওর সাথেও তর্কাতর্কি হইছে,একটু হাতাহাতি হইছে।

এ ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনা তৈরি হয়েছে।স্থানীয়রা বলছেন, ড্রেনটি নির্মাণ হলে একটি বাড়ি বিশেষভাবে সুবিধা পাবে, আবার কেউ বলছেন এটি সরকারি রাস্তার ওপর হওয়ায় জনস্বার্থে কাজটি জরুরি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial