ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উদযাপিত হলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত এ দিবসের আলোচনায় সামাজিক উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা অগ্রগতিতে স্বেচ্ছাসেবক ও যুব নেতৃত্বের ভূমিকা উঠে এসেছে । এই অনুষ্ঠানটি যৌথভাবে ভিএসও বাংলাদেশ, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস) এবং ন্যাশনাল ইয়ুথ ফোরাম (এনওয়াইএফ) আয়োজন করে, সাথে উন্নয়ন সহযোগী হিসেবে অংশ নেয় গেইন, আইপাস বাংলাদেশ ও ইসলামিক রিলিফ।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হল জাতিসংঘ স্বীকৃত একটি বৈশ্বিক দিবস যা স্বেচ্ছাসেবকদের সম্মান ও নাগরিক সম্পৃক্ততা উন্নয়নের জন্য নিবেদিত। ২০২৫ সালে বাংলাদেশের এই উদযাপন সরকারি সংস্থা, উন্নয়ন সংস্থা, যুব প্লাটফর্ম ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একত্রিত করেছে এই বার্তা জোরালোভাবে তুলে ধরতে যে প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ এবং একটি টেকসই ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গঠনে স্বেচ্ছাসেবকদের অপরিহার্য ভূমিকাকে স্বীকৃতি দিতে।
এ বছরের প্রধান প্রতিপাদ্য, প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ এই ধারণাকেই আলোকিত করে যে স্বেচ্ছাসেবকরা ছোট-বড় সকল কাজের মাধ্যমে সম্মিলিত কর্মকাণ্ডের সূচনা করেন এবং অর্থপূর্ণ পরিবর্তনের প্রেরণা জাগান।
অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়, অতঃপর ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক কামালের উদ্বোধনী বক্তব্য প্রদান করা হয়।এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. মোস্তাফিজুর রহমান, ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, যুগ্ম সচিব, যুব শাখা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মি. স্টিফেন ফর্বস, কান্ট্রি ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, মিস নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রম, ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন, সুইডেন দূতাবাস, অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তৌফিকুল হক এবং সাংবাদিক ও গবেষক সৈয়দ শিমুল পারভেজ, নির্বাহী পরিচালক, দি সাউথ এশিয়ান ইনিসিয়েটিভ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অসামান্য যুব অবদানকে সন্মাননা জানানো হয় নিম্নোক্ত ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের মাধ্যমে:
২০২৫ সালের সেরা যুব স্বেচ্ছাসেবক পুরস্কার
সেরা বিভাগীয় যুব ফোরাম পুরস্কার
যুব-নেতৃত্বাধীন জলবায়ু গ্র্যান্ট বিজয়ী
এই স্বীকৃতিগুলো নেতৃত্ব, জলবায়ু এডভোকেসি, লিঙ্গসমতা উদ্যোগ এবং উদ্ভাবনী সামাজিক কর্মকাণ্ডকে সম্মাননা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial