স্টাফ রিপোর্টার: সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট) বিকেলে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাভার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আরফান আলীর সভাপতিত্বে ও সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্বাস উদ্দিন পাপ্পু, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি মোঃ মোস্তফা সরদার, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী মুসলিমুর চন্দন, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুর আলম সাগর,মোঃ রফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply