স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় স্মৃতিসৌধে পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শত শত নেতাকর্মী জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার ১৬ ডিসেম্বর উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আসার পথে শফিকুল ইসলামের নেতৃত্বে নেতা কর্মীদের হাতে বাংলাদেশের পতাকা এবং বিএনপির দলীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাভার আশুলিয়ার রাজপথ।
এ সময় ঢাকা-১৯ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে জাতির সূর্যসন্তানদের প্রতি তিনি ও তার নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় এক সাক্ষাৎকারে তিনি বলেন, আজ আমাদের মহান বিজয় দিবস।অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে এই দিনটি আমরা পেয়েছি। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয়কে আমরা হারিয়ে যেতে দেব না। কোন ধরনের কূচক্রী মহল এই বিজয়কে নস্যাৎ করতে পারবে না, ইনশাআল্লাহ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা।















Leave a Reply