স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম ছাত্রদলের সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তাজ খান নাঈম বলেন, “ছাত্রদল জাতির ক্রান্তিকালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি জাতীয়তাবাদী চেতনা ও আদর্শ ধারণ করে দেশের ছাত্রসমাজের জন্য নিরলস কাজ করছে।”
তিনি আরও বলেন, “ছাত্রদলের প্রতিটি সদস্যই দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রের পক্ষে অবিচল থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা দেশের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তাজ খান নাঈম ছাত্রদলের ঐতিহ্য ও সংগ্রামের পথকে সম্মান জানিয়ে সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ৪৬ বছরের এই পথচলায় সংগঠনটি ছাত্রসমাজের অধিকার আদায়ে সাহসী ভূমিকা পালন করে চলেছে।