স্টাফ রিপোর্টার: সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাতের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের দিকনির্দেশনায় আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, সাভার কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আহমেদ ফয়সালসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাতের জন্য মোনাজাত করা হয়।
এ সময় নেতারা দলের ঐক্য ও ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রাম নিয়ে আলোচনা করেন এবং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।
Leave a Reply