
স্টাফ রিপোর্টার: সাভার উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটা, টায়ার গলিয়ে তেল উৎপাদন ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ইটভাটার চুল্লি ভেঙে দেয়াসহ ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে গড়ে ওঠা টায়ার গলিয়ে তেল উৎপাদনের ৩টি কারখানা ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর ২টি কারখানা গুড়িয়ে দেয়া হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বেলা ১১ টার দিকে উপজেলার আশুলিয়া ইউনিয়নের রুস্তমপুরে সেভেন স্টার ব্রিকস (এসবি) ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওই ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে দুটি চুল্লি ভেঙে দেয়া হয়। এছাড়াও ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের বিলামালিয়া এলাকায় টায়ার গলিয়ে তেল উৎপাদনের ৩টি কারখানা ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর ২টি কারখানা গুড়িয়ে দেয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুবকর সরকার। এসময় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম ও আমিনবাজার সার্কেলের মোহাম্মদ বাসিত সাত্তার উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুবকর সরকার বলেন, যেসব প্রতিষ্ঠান পরিবেশ দূষণ করে, পরিবেশ ছাড়পত্র নাই কাগজপত্র নাই সেসব পরিষ্ঠানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজকে তাদেরকে কোনো জেল দেওয়া হয় নি,শুধুমাত্র শতর্ক করে দেওয়া হয়েছে। তবে আগামীতে তারা যদি উপযুক্ত কাগজপত্র ছাড়া ইটভাটা পরিচালনা করে তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জেল দিয়ে দিবো।
অবৈধ ইটভাটা ও কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে একটি ইটভাটার চুল্লি গুড়িয়ে দেয়াসহ ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া টায়ার গলিয়ে তেল উৎপাদনের ৩টি ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর ২টি কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply