স্টাফ রিপোর্টার: সাভারে সামাজিক ও সেবামূলক সংগঠন আল হাদী ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে সাভার সদর ইউনিয়ন’র দেওগাঁও এলাকার ‘বাইতুল মামুর জামে মসজিদ’ এ এই পরিচিতি সভা ও দোয়ার আয়োজন করা হয়।
আল হাদী ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সভাপতি মুফতি নাইম উদ্দিন ইসহাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবদুল ওহাব। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ আবু আদনান সেলিম, মাওলানা কাজী মাহফুজুর রহমান, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম ফরিদাবাদী, মুফতি রেজাউল করিম কাসেমী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আল হাদী ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি নাইম উদ্দিন ইসহাকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি শরিফুল ইসলাম। কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, ক্যাশিয়ার-কাজী হাফেজ মাওলানা ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক- মাওলানা এম তাওহীদুল ইসলাম সিদ্দিকি, প্রচার সম্পাদক-হাফেজ নুর আলম এর নাম ঘোষণা করা হয়।
পরিচিতি সভা শেষে সংগঠন, দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করা হয়।
Leave a Reply