সাভারে উচ্ছেদ নোটিশ দিতে গিয়ে ভূমি কর্মকর্তাদের ওপর হামলা

Spread the love

স্টাফ রিপোর্টার: সাভারে সরকারি খাস জমি উদ্ধারে উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাভারের রাজ ফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
বুধবার (৯ জুলাই) দুপুরে সাভারের শ্যামলাসি কলাতিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি প্রভাবশালী মহল সরকারি খাসজমি জবরদখল করে ভোগদখল করে আসছিল। জমি উচ্ছেদে নোটিশ দিতে সাভার ভূমি অফিসের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে গেলে হঠাৎ করে সংঘবদ্ধভাবে ‘মব’ তৈরি করে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জাহাঙ্গীর আলমকে দুর্বৃত্তরা ধরে ফেলে। পরে ভূমি কর্মকর্তার মাথায় ইট দিয়ে আঘাত এবং বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিরাজুর রেহান পাভেল জানান, আহত ওই ব্যক্তিকে জরুরি চিকিৎসা শেষে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সহকর্মীরা।
এদিকে, সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম‌ বলেন, সরকারি কাজে বাধাদান ও হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial