স্টাফ রিপোর্টার:সাভার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছাত্রনেতা মো. রাশেদুল ইসলাম রাসেল এর পক্ষে এলাকাবাসীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২শে ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার রাজাশনের পিঁয়ারা বাগান এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ফজলুর হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রাশেদুল ইসলাম রাসেল।
এ উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েকশ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আগামীতে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডকে মাদকমুক্ত সমাজ গঠনে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে একজন সৎ ও যোগ্য কাউন্সিলর প্রার্থী হিসেবে দীর্ঘদিনের পরিচিত মুখ ক্রীড়া প্রেমী ত্যাগী নেতা মো. রাশেদুল ইসলাম রাসেলকে সমর্থন দিতে সকলে মত প্রকাশ করেন।