স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ক্রিড়া সংগঠক ও আধুনিক ক্রিকেটের রূপকার আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় ছাত্রদল আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।
এছাড়াও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এসময় তমিজ উদ্দিন বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন নম্র, ভদ্র এবং দেশপ্রেমিক ব্যক্তিত্ব, যিনি রাজনীতি থেকে দূরে থেকে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন।
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়।
Leave a Reply