স্টাফ রিপোর্টার: সাভারে ঢাকা জেলা ছাত্রদলের পক্ষে ছিন্নমূল পথশিশু ও ভাসমান মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার রাতে সাভার বাসস্ট্যান্ড, থানা বাসস্ট্যান্ড, রেডিও কলোনি, গেন্ডাসহ বিভিন্ন স্থানে গভীর রাতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এই মহৎ উদ্যোগে নেতৃত্ব দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
শীতের তীব্রতায় কষ্ট পোহানো এসব মানুষদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া ছিল ঢাকা জেলা ছাত্রদলের মানবিক প্রচেষ্টা।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান, থানা ছাত্রদলের নেতা পাভেল খান ইফতি এবং ফয়সাল আহমেদ বাবু প্রমুখ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।
শীতের তীব্রতায় কষ্ট পোহানো এসব মানুষদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া ছিল ঢাকা জেলা ছাত্রদলের মানবিক প্রচেষ্টা। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রদল নেতারা তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন। কম্বল বিতরণের সময় সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
তাজ খান নাঈম জানান, “ছাত্রদলের মূল আদর্শই মানুষের পাশে দাঁড়ানো। এই শীতে ছিন্নমূল মানুষদের কষ্ট লাঘব করতে আমাদের এই প্রচেষ্টা।”
এমন উদ্যোগ মানুষের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতার অনন্য উদাহরণ। সারাদেশের প্রতিটি কোণায় এ ধরনের মানবিক কার্যক্রম ছড়িয়ে পড়লে অসহায় মানুষদের জন্য এটি বড় সহায়তা হয়ে উঠবে।