স্টাফ রিপোর্টার: সাভারে এইচ এল ফাউন্ডেশন ফর স্যোসাল এক্সিলেন্স এর উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাভার পৌর এলাকায় ৭নং ওয়ার্ডের আইচানোদ্দা এলাকায় এ কম্বল বিতরণ করা হয় । এইচএল ফাউন্ডেশনের এ উদ্যোগ সমাজের অসহায় ও দুস্থ মানুষের প্রতি তাদের মানবিকতার অনন্য উদাহরণ।
এইচ এল ফাউন্ডেশন ফর স্যোসাল এক্সিলেন্স এর চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব এ কে এম হাফিজুল্লাহ্ খান লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-পরিবার বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীতের তীব্রতায় কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, সবাই মিলেই এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখি। তিনি আরও বলেন,এ ধরনের কার্যক্রম শুধু সহযোগিতা নয়, মানুষের জন্য ভালোবাসারও প্রতিফলন।
এসময় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, জাস ইমপেক্স লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ সবুজ খান, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান প্রমুখ।