সাভারে প্রবাসীর বাসায় ভাংচুর ও লুটপাট, থানায় অভিযোগ

Spread the love

স্টাফ রিপোর্টার:ঢাকার সাভারের মজিদপুর এলাকায় এক প্রবাসীর বাসায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঐ প্রবাসীর স্ত্রী ফাতেমা আক্তার (২৪) নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায় ফাতেমা আক্তার রংপুর জেলার পীরগাছা থানার তালাকউপাসু এলাকার মতিয়ার রহমানের মেয়ে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকার প্রবাসী মো. জয়নাল আবেদীনের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২/১১/২০২৫ ইং তারিখে বাদী ফাতেমা সহ তার পরিবারের সদস্যরা উল্লেখিত সাভারের বর্তমান ঠিকানার বাসার দরজা তালাবদ্ধ করে গ্রামের বাড়ীতে বেড়াতে যান। এমতাবস্থায় গত ০১/১২/২০২৫ ইং তারিখে তারা লোকমাধ্যমে জানতে পারেন বর্তমান ঠিকানার বাসায় অজ্ঞাত নামা কয়েকজন ব্যক্তি প্রবেশ করে ভাংচুর করেছে। এই সংবাদ পেয়ে ফাতেমা অসুস্থ্য থাকায় তার বোন মোসাঃ লাইলী বেগম (৪৫) সাভারের মজীদপুরের বাসায় এসে দেখতে পায় বাসার মেইন দরজার তালা ভাঙ্গা ও খোলা। অতঃপর রুমের ভিতরে প্রবেশ করে দেখতে পায় যে, রুমের ভিতরে থাকা বিভিন্ন জিনিসপত্র, কাপড় চোপড় ছড়ানো ছিটানো, এলোমেলো, কাঁঠের আলমারীর ড্রয়ার খোলা এবং আলমারীতে রক্ষিত ১ টি আইফোন, ২টি স্মার্ট ফোন, ২টি ল্যাপটপ, যাহার অনুমান বাজার মূল্য ২,৫০,০০০/-টাকা, স্বামীর মালিকানাধীন জমির মূল দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্র, ফার্ণিচার যাহার অনুমান বাজার মূল্য ২,০০,০০০/-টাকার ফার্ণিচার নেই এবং বাসার প্রতিটি দরজা জানালা ভাংচুর করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে বাসার আশে-পাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করিলে উক্ত বিষয়ে কেহ কিছুই বলে না। ফাতেমার ধারণা যে, পূর্ব পরিকল্পিত ভাবে তাদেরকে হয়রানি ও আর্থিক ভাবে ক্ষতিসাধনের জন্য কোন অজ্ঞাত নামা বিবাদী কিংবা তাদের কোন আত্মীয়স্বজন উক্ত ঘটনা ঘটিয়েছে। তখন তিনি ঘটনার বিষয়ে আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে থানায় এসে অভিযোগ দায়ের করেন। বাদী ফাতেমার স্বামী জয়নাল আবেদীন আমেরিকা প্রবাসী।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই মো. কাদের শেখ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial