স্টাফ রিপোর্টার: সাভারে বিজয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৩ শে নভেম্বর) বিকেলে সাভার ইউনিয়নের চাপাইনে নিউ মডেল হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এসময় সাভার থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল হোসেন’র সভাপতিত্বে ও সাভার থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন, বাংলাদেশের ২য় স্বাধীনতা আনতে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং আহতদের সুস্থ্যতার জন্য দোয়া করি। এসময় তিনি আরও বলেন, মদাক থেকে দূরে থাকতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা যুবসমাজকে যে কোন খারাপ কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে। খেলাধুলার বিকাশে আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, সাভার থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন, সাভার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামাল বদি, চাপাইন নিউ মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক ও সাভার থানা জামায়াতে ইসলামী এর সহকারী সেক্রেটারি মো. আবদুল রহিম, সাভার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ সালাম মোল্লা, সাভার ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইউসুফ, সাভার থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রুস্তম আলী, স্থানীয় নেতাকর্মী সহ এলাকাবাসী।
অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ছিলেন সাভার থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রাইসুল ইসলাম রাহাত।
উল্লেখ্য:ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন বাগানবাড়ি স্পোর্টিং ক্লাব ও জেন-জেট। এ খেলায় জেন-জেট ট্রাইবেকারের মাধ্যমে ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে।