
স্টাফ রিপোর্টার: “মাদককে না বলি, লেখাপড়া ও খেলাধুলাকে হ্যা বলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের রাজাশনে অনুষ্ঠিত হলো ‘রাজাশন নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড রাজাশনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
ক্রীড়ানুরাগী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও চৌরঙ্গী সুপার মার্কেটের সভাপতি মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজিজুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. বেদন সরকার ও পার্ক ভিউ স্কুলের প্রধান শিক্ষক মো. আশরাফ আলী।
ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ওবায়দুর রহমান। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং আগামী সাভার পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাসেল।
টুর্নামেন্টে মোট ১২টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় “ফ্রেন্ডস এলিভেন বনাম চাপাইন স্ট্রাইকারস।” শ্বাসরুদ্ধকর খেলায় ফ্রেন্ডস এলিভেনকে ৫৬ রানের ব্যবধানে পরাজিত করে চাপাইন স্ট্রাইকারস চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।
টুর্নামেন্টের পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন হিমেল খান। স্থানীয় ক্রীড়ামোদীদের উপস্থিতিতে দারুণ এক সন্ধ্যা উপভোগ।
Leave a Reply