স্টাফ রিপোর্টার: সাভারে “মাদককে না বলি, লেখাপড়া ও খেলাধুলাকে হ্যাঁ বলি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌরসভার রাজাশন সরকারি স্কুল মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় । ৮ নং ওয়ার্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ওমর আলী (মাষ্টার) । টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল। টুর্নামেন্টের উদ্বোধন করেন দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট এর সাধারণ সম্পাদক মাইকেল জন গোমেজ।
আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রহিম পালোয়ান,সাভার পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম শাহিন, মোঃ আজিজুর রহমান, সাভার পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এমদাদ মিয়া, সাভার থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিমেল খান । উদ্বোধনী খেলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ধামরাই ফ্রেন্ডস ক্লাব একাদশ।
Leave a Reply