সাভারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইউএনও’র নতুন উদ্যোগ

Spread the love

স্টাফ রিপোর্টার: সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুবকর সরকার বরাদ্দকৃত সাবমার্সিবল গভীর নলকূপ লটারীর মাধ্যমে বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে সাভার উপজেলায় বরাদ্দকৃত সাবমার্সিবল গভীর নলকূপ স্থাপনে বিভিন্ন ব্যক্তিদের নিকট থেকে ২২০টি আবেদনপত্র জমা হয়।

আবেদনকারীর সংখ্যা বেশী হওয়ায় লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসারের এ সিদ্ধান্তটি এলাকায় বেশ প্রশংসিত হয়। সাভার উপজেলায় এই প্রথম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে লটারির মাধ্যমে গভীর নলকূপ স্থাপনের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুবকর সরকার বলেন, সাভার উপজেলায় বরাদ্দের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া আবেদনপত্র যাচাই-বাছাইয়ে দেখা যায় যারা আবেদন করেছেন তারা প্রায় সবাই সাবমার্সিবল গভীর নলকূপ প্রাপ্তির যোগ্য। কিন্তু বরাদ্দের পরিমাণ কম হওয়ায় আবেদনকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিকে সাবমার্সিবল গভীর নলকূপ প্রদান করার সিদ্ধান্ত নেয়ায় সবাই খুশি হয়েছেন।

স্বচ্ছতা বজায় রাখতে এ সিদ্ধান্তটি নিয়ে সাভারে দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুবকর সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial