স্টাফ রিপোর্টার: সাভারে সাবেক সাভার উপজলা চেয়্যারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাজিবের একান্ত সহযোগী মামুনকে (৩৫) ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. জালাল উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত আসামি হল সাভারের তেঁতুলঝোড়া ভরারী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মামুন (৩৫)। এর আগে, বিশেষ অভিযান চালিয়ে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করে মামুনকে।
জানা গেছে, মামুন তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের স্বঘোষিত সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়াও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবের একান্ত সহযোগী ছিলেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা গেছে, ছাত্র হত্যার মামলার আসামীসহ সাভারের ত্রাস, কুখ্যাত চাঁদাবাজ ও অবৈধভাবে জমি দখলকারী ওই মামুনের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
Leave a Reply