স্টাফ রিপোর্টার: হাইওয়ে পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৪ এর সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম।
রবিবার (৫ডিসেম্বর) সকালে গাজীপুরস্থ রিজিওন পুলিশ সদরদপ্তরে হাইওয়ে পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের মাননীয় এডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিয়া।
এসময় তিনি হাইওয়ে পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৪ এর সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কার তুলে দেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব সওগাতুল আলম এর হাতে।
পেশাদার,দক্ষ,সাহসী ও নিরেপক্ষ পুলিশ কর্মকর্তা সওগাতুল আলম শ্রেষ্ঠ ওসির সম্মাননায় ভূষিত হওয়ায় দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবাপ্রাপ্তি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অজস্র শুভ কামনা ও প্রীতি জানিয়েছেন তাকে।
ওসি সওগাতুল আলম পুলিশের বিভিন্ন স্টেশনে সুনামের সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের লক্ষ্য অনুযায়ী পুলিশ বাহিনীর সুনাম অর্জনে কাজ করে যাচ্ছেন।
সওগাতুল আলম ছোট বেলা থেকেই লেখাপড়ায় ও সামাজিক কাজে মনোযোগী ছিলেন। প্রাথমিক শিক্ষা জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত নিজেকে অগণিত সামাজিক ও দায়িত্বশীল কাজে নিয়োজিত করেছেন এবং পুলিশ বাহিনীর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সহকর্মী ও পুলিশিং সেবা প্রার্থীদের কল্যাণে কাজ করে সাধারণ মানুষ এবং পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে নন্দিত হয়েছেন।
এছাড়াও নয়া উপাধির শুভক্ষণে পুলিশি সেবা দিয়ে এগিয়ে থাকা সওগাতুল আলম নাগরিক সমাজের শুভেচ্ছায় ভাসছেন। এই পুলিশ কর্মকর্তার পেশাগত জীবনে আরও সমৃদ্ধি কামনা করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।