হেফাজতে ইসলাম নেতাকে হয়রানির প্রতিবাদে প্রশাসনকে স্মারকলিপি প্রদান

Spread the love

এস এম মনিরুল ইসলাম,সাভার:

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা (উত্তর) এর নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে চক্রান্ত মূলক মিথ্যাচার এবং চিহ্নিত মহলের ইন্ধনে হয়রানির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে দলটির নেতারা। তদন্ত কমিটি গঠন করে প্রাপ্তি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা ।

রবিবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্যাডে, ঢাকা জেলা (উত্তর) শাখা এর পক্ষে সিনিয়র সহ- সভাপতি মাওলানা মাহফুজর রহমানসহ ৭জন নেতা কতৃক স্বাক্ষরীত এই স্মারকলিপি প্রদান করা হয়।

এঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রাপ্তি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার।

স্মারকলিপি সূত্রে জানা গেছে, এর আগে হাফেজ মাওলানা নূর মোহাম্মদ-এর মানহানি এবং সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার লক্ষে সাভারের চিহ্নিত একটি মহলের চক্রান্ত ও ইন্ধনে গণমাধ্যমে অসত্য সংবাদ প্রকাশ এবং সেই ভিত্তিহীন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রশাসন কর্তৃক হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে হয়রানি করা হচ্ছে।

নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদ কে পুনরায় যদি হয়রানি করা হয় তাহলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা (উত্তর) শাখা কঠোর পদক্ষেপ গ্রহন করার হুশিয়ার দেন। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
en_USEnglish