
স্টাফ রিপোর্টার: ২১ ফেব্রুয়ারী মায়ের ভাষার জন্য প্রাণ বিসর্জনের দিন। বাংলাকে রাষ্ট্রভাষা করতে তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। এই দিনটি বাঙালি জাতির জন্য শোকাবহ আর গৌরবোজ্জ্বলের। সময়ের পথ ধরে এই দিনটি তাই ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।
মাতৃভাষা আন্দোলন পা দিয়েছে ৭৩ বছরে। মহান এই ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে আজ গোটা জাতি। যেখানে আছেন স্থানীয় রাজনৈতিক নেতারাও।
অন্তর্জালের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বীর শহীদদের শ্রদ্ধা জানালেন তরুণ প্রজন্মের রাজনৈতিক নেতা, সাভার পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাসেল তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও দোয়া…যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা “বাংলা”। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’একটি ছবিও পোস্ট করেছেন তিনি। যেখানে লেখা আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে জড়িয়ে থাকা অমর সেই গানের শুরুর লাইন-
আমার ভাইয়ের
রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।
“পরিশেষে সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে বিনয়ের সাথে দিনটি উদযাপনেরও আহবান জানিয়েছেন তািনি।”
Leave a Reply