নিউ স্টার ২৪

নিউজ পোর্টাল

ভুয়া ভোটার বাদ দিয়ে ফ্রেশ ভোটার তালিকা করতে হবে : রফিকুল ইসলাম খান

Spread the love

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশে ভুয়া ভোটার তালিকা তৈরি হচ্ছে। তালিকায় আওয়মী ফ্যাসিস্টদের ২ কোটি ভুয়া ভোটার রয়েছে। ২০০৮ সালে একটি ফ্রেশ ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছিলো। ভুয়া ভোটার বাদ দিয়ে একটি গ্রহণযোগ্য ফ্রেশ ভোটার তালিকা করতে হবে।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, হাজার হাজার মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ ১৫ বছর ৭ মাস ৫ দিন পর দেশ ৫ আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ফ্যাসিবাদের বিদায় হয়েছে। ফ্যাসিবাদের মা পালিয়ে গেছে। তিনি বলেন, যুগে যুগে স্বৈরাচার ও ফ্যাসিবাদের জন্ম হয়েছে। আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। ইতিহাসে তার অসংখ্য নজীর রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারকে স্বৈরচারের দ্বারা গঠিত ট্রাইব্যুনালেই তাদের বিচারের দাবিসহ বেশকিছু দাবি নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আহবান জানান। দেশ থেকে ২৪ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এ পাচারকারকৃত টাকা ফিরিয়ে আনা, গোজামিলের ভোটার তালিকা বাদ দেয়া, সঠিক ভোটার তালিকা প্রস্তুত, নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসাসহ বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার আহবান জানান। তিনি আরও বলেন, আমরা প্রতিবেশীদের প্রতি ভরসা করি না, অন্যায়ের সাথে আপোস নাই। এছাড়াও চাঁদাবাজি বন্ধ করা ও বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার জন্য তিনি বতর্মান সরকারের প্রতি আহবান জানান।

শনিবার (২৫ জানুয়ারী) সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে সাভারের রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক সাইফুল ইসলাম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মশিউল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, জেলার দুই নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম ও মাওলানা মোঃ আব্দুর রউফ, জয়েন্ট সেক্রেটারিদ্বয় মাওলানা এবিএম কামাল হোসাইন ও মাওলানা শাহাদাত হোসাইন।জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্নস্তরের দায়িত্বশীল ও হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং সম্মেলন বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল। সকাল ৯.০০ টার মধ্যেই জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় কয়েকশো ডেলিগেট সম্মেলন মাঠে উপস্থিত হন।

মাওলানা রফিকুল ইসলাম খান আরও যোগ করে বলেন, বিগত সাড়ে ১৬ বছর জাতি ফ্যাসিবাদি শাসনের অধীনে ছিল। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। এদেশের মাটিতে তার আর জায়গা হবে না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গণহত্যার বিচার দাবি করেন। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে সেগুলো ফিরয়ে আনার আহবান করেন, ২০০৮ সালের পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের আমলে প্রায় ২ কোটি ভুয়া ভোটার হয়েছে। তিনি সেগুলো বাতিল করে সঠিক ভোটার তালিকা প্রস্তুতের আহবান জানান। নিত্যপণ্যের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং সেজন্য সিন্ডিকেট ভাঙ্গার আহবান জানান।

মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, জামায়াতের কর্মীকে কোরআন হাদীসের চর্চা বৃদ্ধি করতে হবে, ৩ দফা দাওয়াত ও ৪ দফা কর্মসূচি মানুষের মাঝে পৌছাতে হবে, জেলার প্রতিটি পাড়া-মহল্লায় সংগঠন কায়েম করতে হবে। ইসলামী আন্দোলনে অতীতে ষড়যন্ত্র ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাই ষড়যন্ত্রের ব্যাপারে হতাশ হওয়া যাবে না। আল্লাহকে ভয় করতে হবে এবং তার উপরই ভরসা করতে হবে। মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে। এবং জাতীয় স্বার্থে ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জনগণ একটি পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে। এ রক্ত কি বৃথা যাবে না। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বৈষম্য দূর করার জন্য রক্ত দিয়েছে। স্বৈরাচার পালিয়ে গেছে, যারাই স্বৈরাচারের মত আচরণ করবেন তাদের অবস্থাও পালিয়ে যাওয়া স্বৈরাচারের মতো হবে। তাই জনগণের কল্যাণের জন্য কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, সমাজ থেকে সকল ধরনের অন্যায়-অবিচার বন্ধ করতে হবে। জনগণের সেবক হতে হবে, আল্লাহর দরবারে ধর্ণা দিতে হবে। আল্লাহর অনুগত বান্দা হতে হবে। তাহলেই ন্যায়ভিত্তিক সমাজ কায়েম হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআনের শাসন কায়েম করে এদেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে চায়।বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মশিউল আলম বলেন, আমাদেরকে জনগণের সেবক হতে হবে। আমাদের ব্যবহার হতে হবে সুন্দর। আমাদের কাছে মানুষ নিরাপদে থাকবে সেই গ্যারান্টি দিতে হবে।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, দেশে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলতে হবে। ঐক্যে ফাটল ধরে এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদেরকে মাঠে ময়দানে বিগত সময়গুলোর চেয়ে অনেক বেশি কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য সবসময় কাজ করতে হবে। আর ফ্যাসিবাদের ব্যাপারে সবসময় সজাগ ও সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial