
স্টাফ রিপোর্টার: সাভারে আক্রান উচ্চ বিদ্যালয়ের ৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোল্ডেন চাইল্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাসান আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাভার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন।
আক্রান উচ্চ বিদ্যালযয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোহসিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাভার মডেল কলেজের সহকারী অধ্যাপক মো. আলী হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আক্রান উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হারুন আল রশিদ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,ছাত্র/ছাত্রীবৃন্দ।
Leave a Reply