
স্টাফ রিপোর্টার:সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাসন প্রাইমারি স্কুল মাঠে রাজাসন প্রিমিয়ার লীগ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম রাসেল এর আয়োজনে এ প্রিমিয়ার লীগ নাইট ক্রিকেট খেলায় ইমন একাদশ ও পিচ প্রেডিটরস্ অংশ গ্রহণ করে। ইমন একাদশ ১০৪ রান করে বিজয়ী হয়।

পরে খেলায় চ্যাম্পিয়ন ইমন একাদশ ও রানার আপ পিচ প্রেসিডরস্ এর হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ঢাকা-১৯ এর সাবেক সাংসদ ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন সাভার পৌর বিএনপির সহ-সভাপতি হাজী মো. রফিকুল ইসলাম।সঞ্চালনায় ছিলেন রাজাশন প্রিমিয়ার লীগ এর ম্যানেজিং কমিটির সদস্য হিমেল খান।
খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী,রাজাসন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. রাশেদুল ইসলাম রাসেল।
এসময় অনেকের মধ্যে উপস্থিতি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল করিম পালোয়ান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মেহেদী রানা শহীদ, মোশারফ হোসেন মোল্লা প্রমুখ।
Leave a Reply